নির্বাচন বর্জন এবং প্রধান বিরোধী দলের অসহযোগের আহ্বানের সময়ে শেখ হাসিনা সিলেটে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এই উপমহাদেশে ৭ জানুয়ারি সাধারিত নির্বাচন হবে। তিনি বলেন, নির্বাচনে অংশ না নেওয়া তাদের (বিরোধী দল) গণতান্ত্রিক অধিকার অবৈচ্ছিন্ন। তিনি দাবি করেন যে, তাদের আন্দোলন ভীতি সৃষ্টি করছে এবং সরকারি সম্পত্তি এবং জনগণের সম্পত্তি ধ্বংস করছে।
সিলেটে হযরত শাহ জালালের মাজারে তিনি এ কথা বলেন, যেখান থেকে রাজনৈতিক দলগুলো ঐতিহ্যগতভাবে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে। তাদের বিক্ষোভকে সহিংস আখ্যা দিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষ এই নির্বাচন চায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংকটে নিমজ্জিত বাংলাদেশ।
২০০৯ সাল থেকে টানা চতুর্থ মেয়াদে বর্তমান আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনার লক্ষ্যে নির্বাচনটিকে ‘সাজানো ও ডামি’ নির্বাচন আখ্যা দিয়ে নির্বাচনের প্রতিবাদ জানিয়েছে নির্বাচন কমিশন। ২০০৮ সালে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে যাওয়া বিএনপির নির্বাসিত নেতা তারেক জিয়া বুধবার কার্যত অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। ট্যাক্স, ইউটিলিটি বিল না দেওয়া, ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে ভোট না দেওয়া, ব্যাংকে আমানত বন্ধ করা, আদালতে হাজির না হওয়া এবং সরকারি কর্মকর্তাদের কাজ না করার আহ্বান জানিয়ে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। অক্টোবরের শেষের দিকে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ২১ জন বিরোধী সমর্থক, একজন সাংবাদিক এবং একজন পুলিশ সদস্য নিহতহয়েছেন। অস্থিরতায় এ পর্যন্ত বিএনপির ২৫ হাজার ১০০ জনের বেশি সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১ হাজার ২৪৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৯৩ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে। এই সরকারকে উৎখাত করার এখনই উপযুক্ত সময়। এর চেয়ে ভালো সময় আর নেই। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং এই আওয়ামী লীগ সরকার।
আমি আসলে বাকরুদ্ধ হয়ে গেছি কিভাবে একটা স্বাধীন দেশ এত অনিয়মের মধ্যে চলতে পারে? আমি বুঝতে পারি না যে বর্তমান বাংলাদেশ আর নর্থ কোরিয়ার মধ্যে পার্থক্য কোথায় গত দুটি নির্বাচন আওয়ামী লীগের চোরগুলো বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার প্রদান করতে দেয়নি।শেখ হাসিনার চোরগুলো তাদের ইচ্ছামত ভোট ছাপিয়ে ক্ষমতা তাদের হাতে রেখে দিয়েছে।বাংলাদেশ উন্নয়নের একমাত্র উপায় হল এই আওয়ামী লীগ চোর গুলোকে দেশ থেকে বিতাড়িত করা এবং দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা।আমি আশা করব যে বাংলাদেশের মানুষ এই কুখ্যাত শেখ পরিবারকে মনে রাখবে এবং ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে আর এই নরও পিচাশের হাতে পড়তে হবে না।আমরা এরই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করুন।
Please support us by visit and share your comments on:http://onlinebdpolitics.com and https://daily-nobojug.com/
শুকরের বাচ্চা তোর শেখ পরিবারকে কুখ্যাত বলার সাহস কোখা থেকে আসে । আমি তোর মৃত্যু কামনা করি ।
ভাই সবাই জানে এই নির্বাচন হবে কারচুপির নির্বাচন । জীবনের ভয়ে সাধারন মানুষ কিছু বলে না।
কুত্তার বাচ্চা আওয়ামীলীগ যদি চোর হয় তাহলে তোর বাপ তারেক জিয়া চোরের মহাগুরু।
তোর বিরুদ্ধে তো মামলা আসে ।সাহস থাকলে দেশে আয় । তোরে তো জেলে ঢুকানোর টাইম নাই, সরাসরি ক্রশফায়ার দিতাম
একমাত্র আল্লাহ জানেন আওয়ামীলীগের হাত থেকে দেশ কখন মুক্ত হবে।
তোর বিনপি তো জানে ভোটে জিততে পারবে না তাই নির্বাচনে না এসে ট্রেনে , বাসে আগুন দেশ।
Bastard তুই আর আওয়মীলীগকে দেশ থেকে কি বিতাড়িত করবি । তুই দেশে আয় তোরে পৃথিবী থেকেই বিদায় করে দিব – আল্লার কসম
তোর বাপ তারেক জিয়াকে দেশে নিয়ে এসে নির্বাচন অংশগ্রহণ কর তোদেরকে তো আর সরকার বাধা দিচ্ছে না
ভাই বিএনপির আমলে তারেক জিয়া ও যে অনেক ভালো কাজ করেছে তাও নয়
সেও অনেক দুর্নীতি করেছে এবং হাওয়া ভবন সৃষ্টি করেছে
ভাই আপনি হয়তো বিদেশে আছেন তাই এ কথাগুলো বলতে পারতাছেন আমরা যারা নিরপেক্ষ জনগণ দেশে আছি তাদের পক্ষে এই কথাগুলো বলা সম্ভব নয়