Onlinebdpolitics By Animesh Panday

বাংলাদেশ পুলিশের আর এক নাম হাসিনা বাহিনী

Author:
Animesh Panday

Share on :

এই পুলিশি নির্যাতনের গল্প নতুন কিছু নয়। পুলিশরা দানবের মতো হয়ে গেছে, এমনকি আপনি আওয়ামীকেও দানব বলতে পারেন।

গত বছর ১৪ই ডিসেম্বর সিরাজগঞ্জের মেরি নামে এক বিএনপি কর্মী সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী রুমানা মাহমুদের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ওই দিন সন্ধ্যায় পার্টি অফিসে যাওয়ার সময় আওয়ামী লীগের কিছু গুণ্ডা মোটরসাইকেলে এসে তাদের ওপর হামলা চালায়। গুণ্ডারা কিছু না বললেও পুলিশ এসে জোরপূর্বক বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করতে থাকে। দুর্ভাগ্যবশত, বিশৃঙ্খলার সময়, মেরিকে গুলি করা হয় এবং তিনটি টুকরো তার চোখে চলে যায়, যার ফলে তিনি উভয় চোখের দৃষ্টিশক্তি হারান।

ভয়ঙ্কর পুলিশি হামলার পর মেরি কোনো ন্যায়বিচার পাননি যার কারণে তার চোখ নষ্ট হয়ে গেছে। এবং পরিস্থিতি আরও খারাপ করার জন্য, পুলিশ আসলে ঘুরে দাঁড়ায় এবং তার বিরুদ্ধে মামলা করে। দরিদ্র মেরি, সম্পূর্ণ শক্তিহীন বোধ করে, জামিনের আশায় আদালতের বারান্দায় বসে থাকতে হয়, তার চোখে কোন স্ফুলিঙ্গ অবশিষ্ট নেই।

সে যে অত্যাচার সহ্য করেছে তার জন্য বাংলাদেশের পুলিশ কি তার নামে অন্য কাউকে চার্জ করে তার বিরুদ্ধে ফিরে যাচ্ছে? যদি এটি একটি সভ্য দেশে ঘটে থাকে তবে পুলিশ কর্তারা মেরির কাছে ক্ষমা চাইবেন এবং আদালত তাকে অর্থ প্রদান করবে। কিন্তু তার বদলে আজ এই ভুয়ো মামলার ভারে মেরি আদালতের বারান্দায় ঘুরে বেড়াবে।পৃথিবীর বিভিন্ন বড় বড় গণতান্ত্রিক দেশের পুলিশের স্বতন্ত্র হিসেবে কাজ করে তাদের অপরাধীদেরকে ধরা তাদের কাজ।আর বাংলাদেশ পুলিশের কাজ হচ্ছে আওয়ামী লীগের তাবেদারি করা এবং তাদের চুরি-চামারির গল্প কাহিনী ঢাকা দেওয়া।শেখ হাসিনা পুলিশকে তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে সে গোপালগঞ্জ থেকে সাধারণ লোকজন তুলে এনে পুলিশের মধ্যে ভর্তি করছে , এবং এদের মূল কাজ হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কুকর্মের কথাগুলো চাপা দিয়ে রাখা এবং তাদের তাবেদারি করা।

বাংলাদেশ পুলিশকে সবকিছুর ঊর্ধ্বে থেকে জনগণের স্বার্থে কাজ করতে হবে জনগণের স্বার্থ তাদেরকে রক্ষা করতে হবে।তা দেরকে দেশ ও জাতির জন্য উৎসর্গ করতে হবে তাদেরকে মনে রাখতে হবে যে তারা কোন পার্টির জন্য কাজ করছে না তারা দেশ ও জাতির জন্য কাজ করছে। যখনই তাদের মধ্যে এই উপলব্ধি আসবে তখনই আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

পরিশেষে পুলিশদের একটা কথাই বলবো আপনারা আমাদের ভাই আপনারা জনগণের জন্য কাজ করেন আপনারা কোন পার্টির হয়ে কাজ করবেন না এটাই আমাদের আন্তরিক অনুরোধ।

Please support us by visit and share your comments on:http://onlinebdpolitics.com and https://daily-nobojug.com/

Share on :

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit
Telegram
Email
6 Comments
Inline Feedbacks
View all comments
Karimul dhali
2 years ago

পুলিশের আর কি দোষ তারা জাস্ট সরকারের অর্ডার ফলো করে|

Faisal Bari
2 years ago

আওয়ামী লীগ ঠিক কাজই করতেছে বিএনপির মত সন্ত্রাসী দলকে রাজনীতি করতে দেওয়া উচিত না|

Bakul Vandaria
2 years ago

বিএনপি হচ্ছে স্বাধীনতা বিরোধী ও রাজাকারের দল |
আইন করে তাদের রাজনীতি বাংলাদেশের মাটিতে চিরতরে বন্ধ করা হোক|

Md Malik
2 years ago

খানকির পোলা, আওয়ামিলীগ বিরুদ্ধে লেখা বন্ধ কর। ঐ মেয়ের তো দুইটা চোখ নষ্ট হয়েছে তোরতো সব শরীর নষ্ট করে ফেলব।

নাম প্রকাশে অনুচ্ছক
2 years ago

এই সরকার বিরোধী মতবাদের লোকজনকে বাঁচতে দিবে না।

Abdul Razzak
2 years ago

বিএনপি’র ঐ কর্মীর জন্য সমবেদনা প্রকাশ ছাড়া আর কিছুই করার নেই

Related post
6
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top