Onlinebdpolitics By Animesh Panday

বাপের মতই এই কুলাঙ্গার হাসিনার শেষ পরিণতি হবে এই বাংলার জমিনে

Author:
Animesh Panday

Share on :

পরিবর্তন কি বাবার মতই হবে? অনেকে বলছেন, নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির পক্ষে ন্যায়সঙ্গত নয়। আমি বুঝিয়ে বলি, বিএনপি অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগ জয়ী হতো। তার মানে বিএনপি অংশগ্রহণ করলেও যেভাবেই হোক আওয়ামী লীগ জিতত। কিভাবে? ধরা যাক, বিএনপি তাদের লোকদের ভোট গণনা করেছে এবং তারা সঠিক সংখ্যা জানিয়েছে, কেন্দ্র এখনও ঘোষণা করবে যে আওয়ামী লীগ জিতেছে। তাদের আর কোনো উপায় নেই। এরপর তারা চাইলে পরবর্তীতে বিএনপিকে একটি আসন দিতে পারে। বিএনপি 80-120 আসন জিতলে বিএনপির অভ্যন্তরে কিছু সমস্যা হতে পারত।

আওয়ামী লীগ দল অনেক ক্ষমতায় থাকা সত্ত্বেও সমস্যা সৃষ্টি করছিল। তারা কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চাইলেও সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি বা অন্যদের সামনে ভোট দিতে বাধ্য করা হয়েছে। এতে জনগণ ক্ষুব্ধ হয়, তাই তারা প্রতিবাদ করে। কিছু খারাপ লোকও জড়িয়ে পড়ে এবং পুলিশের নাম ধরে ডাকে। যাদের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে তারা সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু মনে হচ্ছে সেনাবাহিনীও অন্যায় ভোটের সাথে জড়িত ছিল। কিছু সাহসী যুবক শুধু প্রতিবাদই করেনি, খারাপ কাজগুলো বন্ধ করার চেষ্টাও করেছিল। দুঃখজনকভাবে, তারা পুলিশ এবং খারাপ লোকদের দ্বারা নিহত হয়েছিল।

আওয়ামী লীগ চায়নি ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা নির্বাচনে অংশ নিতে বাধা দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে, যেমন রিটার্নিং অফিসার এবং ইসি-আদালত তাদের প্রার্থিতা বাতিল করে। সালাউদ্দিন কাদের চৌধুরী, ইলিয়াস আলী, মাহমুদুর রহমান, খালেদা জিয়ার পরিবারের মতো আওয়ামী লীগের প্রতিপক্ষও বাধা সৃষ্টি করে নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিল। গুম, খুন, ফাঁসি, ২১শে আগস্টের ঘটনা, ট্রাকে অস্ত্র, সন্ত্রাসের বিষয়ে বিরোধী দল অংশগ্রহণ করে সত্য বলতে পারলে তা সংসদে রেকর্ড করা হতো। তা ঠেকাতে বিএনপি কর্মীদের গ্রেফতার করা হয় এবং পুলিশ তাদের নির্বাচন থেকে সরে যেতে উৎসাহিত করে। তাতেও কাজ না হলে বিরোধী প্রার্থীদের সরাসরি আক্রমণ করা হয়। মনে হচ্ছে তারা ভয়ে নির্বাচন থেকে সরে এসেছে এবং তারপর দাবি করেছে তাদের শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তারা জানত তারা হেরে যাবে, তাই তারা পালিয়ে গেল। এটা দেখায় তাদের ধৈর্য ছিল না।

কিন্তু এখন তার গায়ে কোনো কাপড় নেই। বিবিসিও সমস্যায় পড়েছে। তিনি অন্যায়ভাবে জনগণের ভোট নিয়েছেন। তিনি যা করেছেন তার জন্য তিনি বিএনপিকে দায়ী করতে পারেন না।তিনি আগে থেকেই ব্যাংক থেকে টাকা চুরি এবং শেয়ারবাজার নিয়ে ছলচাতুরির জন্য পরিচিত ছিলেন এবং এখন তিনি নির্বাচনে প্রতারণার জন্যও পরিচিত।

শেখ মুজিবের ক্ষমতা হারানোর প্রধান কারণ ছিল ১৯৭৩ সালের নির্বাচনে কেউ ভোট চুরি করেছিল। জাসদসহ সকল রাজনৈতিক দল জানত যে, সুষ্ঠু নির্বাচনে তারা শেখ মুজিবকে হারাতে পারবে না, তাই তাকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা ‘গণবাহিনী’ নামে একটি দল গঠন করে। 2018 সালের নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনা দেখিয়েছেন জাসদ সঠিক। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সরকার দায়িত্বে থাকলে শেখ হাসিনাকে কেউ পরাজিত করতে পারে।

বাবা অন্য গ্রুপের সাথে 7টি আসন ভাগাভাগি করেছেন, এবং মেয়েটিও 7টি আসন ভাগ করেছে।বাবা ও মেয়ে দুটোই জন্মগতভাবে বেহায়া।শেখ হাসিনা যার প্রথমে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু এখন তিনি অকপটে এ কথা অস্বীকার করেন।তারপর বঙ্গবন্ধু বিজ্ঞানী ওয়াজেদ মিয়াকে কোথাও না কোথাও থেকে ধরে এনে এই বেহায়া শেখ হাসিনাকে তার ওপর গুছিয়ে দিয়েছেন।তাহলে এই শেখ পরিবারের মিথ্যাচারের এর থেকে বড় আর কোন প্রমাণ হতে পারে না বাংলার ইতিহাসে।

আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে তার মেয়েরও তার বাবার মতোই পরিণতি হবে শেষ পর্যন্ত।

Please support us by visit and share your comments on:http://onlinebdpolitics.com and https://daily-nobojug.com/

Share on :

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit
Telegram
Email
16 Comments
Inline Feedbacks
View all comments
Akter
2 years ago

কুত্তার বাচ্চা তুই আমার নেত্রীকে কুলাঙ্গার বলিস ,তোর এত বড় সাহস হলো কি করে ?তুই দেশে আয় তোর পাছার ভেতর দিয়ে আমি বাঁশ ভরে দেবো

Milon khan
2 years ago

তুই কি বিএনপি’র এজেন্ডা? তোর প্রত্যেকটা পোস্টে দেখি তুই শুধু বিএনপির গুণ কীর্তন করস. যদি সাহস থাকে তাহলে তোর বাপ তারেক জিয়াকে নিয়ে দেশে আয় তারপর দেখ তোর কি অবস্থা করি

Palash
2 years ago

তুই একটা শয়তানের বাচ্চা,তা না হলে তুই আমাদের জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে এরকম মন্তব্য করতে পারতি না. তোর চৌদ্দগুষ্টির তার একটা নখের সমান যোগ্যতা আছে? তুই ভিনদেশে না বসে পারলে দেশে এসে এরকম পোস্ট দে তারপর দেখ তোর পাছার ভেতর দিয়ে কিভাবে বাঁশ ঢুকিয়ে দেই

Rahman khan
2 years ago

খানকির পোলা তুই শেখ হাসিনার পরিনীতির কথা বলিস তোর পরিণীতির কথা ভাব।

Ali khadir
2 years ago

খানকির পোলা তুই বিদেশ কেন পৃথিবীর যেকোনো দেশে থাকিস না কেন তুই বাঁচতে পারবি না

Shipon
2 years ago

তোকে পেলে তোর হাত কেটে দেয়া হবে যাতে আর কোন কিছু না লিখতে পারিস

Khairul
2 years ago

মাদারচোদ তোরে খুন করার জন্য হাত নিসফিস করতেছে

Kapil Mridha
2 years ago

এই বাংলার জমিনেই তোকে ব্রাশ করে মারা হবে

Akkas
2 years ago

এ কথায় অস্বীকার করার কোন উপায় নেই যে আওয়ামী লীগ ভোট কারচুপি করে ক্ষমতায় আছে|

Swapan
2 years ago

আপনার সাথে সহমত|

Kantaz Ul Zamil
2 years ago

জানোয়ারের বাচ্চা তুই একটা পাকিস্তানের দালাল।

Hazi Hafiz
2 years ago

তোর বাঁচার কোন রাস্তা নাই

Taimur
2 years ago

এই বাংলার জমিনে তোকে ব্রাশফায়ার করে মারা হবে

Tabed Karim
2 years ago

আপনার লেখার ভিতরে সত্যতা আছে নিজের নিরাপদের জন্য এর চেয়ে বেশি কিছু বলতে পারব না

Tahinur reza
2 years ago

মাদারচোদ তোর কি মরণের ভয় নাই
তুই বলিস যে শেখ হাসিনাকে তার বাপের পরিণতি ভোগ করতে হবে।

Gazi Ali Hasan
2 years ago

বিরোধী মতবাদ লোকদের দমনে আওয়ামী লীগের নতুন হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮|

Related post
16
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top